বড়লেখায় নারীসহ ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেপ্তার
১৯ নভে ২০২৪, ০৫:১৫ অপরাহ্ণ
বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সোম ও মঙ্গলবার রাতে পৃথকস্থানে অভিযান চালিয়ে জিআর ও সিআর মামলায় এক নারীসহ ওয়ারেন্টভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দোহালীয়া গ্রামের সমছ উদ্দিনের ছেলে আহমদ আলী রুহুল, কাশেমনগর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে আলী নেওয়াজ, বিওসি কেছরীগুল গ্রামের জয়নাল আবেদীন, তার স্ত্রী বদরুন্নেছা, মহদিকোনা গ্রামের মৃত মাহজ মিয়ার ছেলে মনু মিয়া ও তার ছেলে উজ্জল আহমদ, একই এলাকার ইয়াছিন আলীর ছেলে জবিল আহমদ।
বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম মঙ্গলবার দুপুরে জানান, পৃথক অভিযানে এক নারীসহ ওয়ারেন্টভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বিধি মোতাবেক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।