বড়লেখায় ১৫টি মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

Daily Ajker Sylhet

admin

১৮ অক্টো ২০২৩, ০৪:২০ অপরাহ্ণ


বড়লেখায় ১৫টি মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় ১২টি সাজা পরোয়ানাসহ মোট ১৫টি মামলার পরোয়ানাভুক্ত আসামী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে সিলেট শাহপরান থানার মেজরটিলা নুরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম হাতলিয়া গ্রামের রোস্তম আলীর ছেলে আব্দুল হাকিম (৫০) ও তার স্ত্রী আসমা বেগম (৪৫)।

পুলিশ জানিয়েছে, চেক জালিয়াতির ঘটনায় আব্দুল হাকিমের বিরুদ্ধে ১০টি সাজা পরোয়ানাসহ মোট ১৩টি এবং তার স্ত্রী আসমা বেগমের বিরুদ্ধে দুটি মামলায় সাজা পরোয়ানা জারি করেছেন আদালত। রায়ের পর থেকে তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এএসআই মো. আবু তালেবের নেতৃত্বে একদল পুলিশ সিলেট শাহপরান থানার মেজরটিলা নুরপুর এলাকায় অভিযান চালিয়ে হাকিম ও তার স্ত্রী আসমাকে গ্রেপ্তার করেন।

বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান বুধবার বিকেলে বলেন, ১২টি সাজা পরোয়ানাসহ মোট ১৫টি মামলার পরোয়ানাভুক্ত আসামী স্বামী-স্ত্রীকে সিলেট শাহপরান থানার মেজরটিলা নুরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Sharing is caring!