Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বন্যার পানিতে ডুবে প্রাণ গেলো মাইশার

admin

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ | ০১:৩৫ অপরাহ্ণ | আপডেট: ১৫ জুলাই ২০২৪ | ০১:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
বন্যার পানিতে ডুবে প্রাণ গেলো মাইশার

Manual7 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার পানিতে ডুবে মাইশা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মাইশা উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও (নোয়াপাড়া) গ্রামের খোকন মিয়ার মেয়ে।

Manual6 Ad Code

শিশুটির মামা ফুল মিয়া জানান, মাইশা তাঁর মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকত। রোববার দুপুর ২টার দিকে সে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় তাঁর মা বাড়ির কাজ করছিলেন। হঠাৎ শিশুটি বাড়ির সামনে বন্যার পানিতে পড়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

Manual6 Ad Code

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক বদরুদ্দোজা বলেন, পানিতে পড়া ওই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়।

Manual2 Ad Code

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন