Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বাবা-মেয়ের গলা কাটা লাশ উদ্ধার

admin

প্রকাশ: ১২ জুন ২০২৪ | ০২:৪২ অপরাহ্ণ | আপডেট: ১২ জুন ২০২৪ | ০২:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
বরিশালে বাবা-মেয়ের গলা কাটা লাশ উদ্ধার

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
বরিশালে নাঈম হাওলাদার (৩৫) ও তার পাঁচ বছরের কন্যা সন্তানের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নগরীর কাউনিয়া মেইন রোডে পানির ট্যাংকের পূর্ব পাশে ‘স্বপ্ন বিলাস’ ভবনের চারতলায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ জানায়, মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন বাবা।

Manual5 Ad Code

নিহতরা হলেন- নাঈম উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে ও তার মেয়ে রাবেয়া বশরী রোজা। নিহত নাঈম ওষুধ প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন।

Manual4 Ad Code

তদের পরিবারের বরাত দিয়ে এসআই আরাফাত বলেন, চার মাস আগে স্ত্রীর সঙ্গে নাঈমের বিয়ে বিচ্ছেদ হয়। এরপর তাদের সন্তান রাবেয়া বাবার সঙ্গে থাকত। মঙ্গলবার রাতে স্ত্রী ফোন করে নাঈমকে জানায়, বুধবার সকালে মেয়েকে নিয়ে যাবে। এই নিয়ে দুজনের মধ্যে ফোনে তুমুল ঝগড়াও হয়।

পরে নাঈম বটি দিয়ে মেয়েকে গলা কেটে হত্যা শেষে নিজের গলা কেটে আত্মহত্যা করেন। তিনি আরও বলেন, নাঈমের সামনের ঘরে বোন থাকলেও ঘটনাটি টের পাননি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।

Manual7 Ad Code

শেয়ার করুন