Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশিদের জন্য ৩ ক্যাটাগরিতে ভিসা সহজ করল থাইল্যান্ড

admin

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:৩৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশিদের জন্য ৩ ক্যাটাগরিতে ভিসা সহজ করল থাইল্যান্ড

Manual1 Ad Code

নিউজ ডেস্ক:
বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা, সেমিনার ও ক্রীড়া অনুষ্ঠান ক্যাটাগরিতে ই-ভিসা আবেদন আরও সহজ করল থাইল্যান্ড। রোবববার দুপুরে ঢাকার থাই দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, জানুয়ারিতে বাংলাদেশে ই-ভিসা সেবা চালুর পর চাহিদা বাড়ায় নিচের তিন ক্যাটাগরিতে ভিসাপ্রাপ্তিতে ২ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। ক্যাটাগরিগুলো হলো-

Manual4 Ad Code

১. কেমোথেরাপি, বড় অস্ত্রোপচার, ক্যানসার চিকিৎসা ও হৃদরোগের মতো জীবন রক্ষাকারী চিকিৎসা পদ্ধতির প্রয়োজন এমন গুরুতর রোগীদের, সেইসঙ্গে জটিলতার সম্মুখীন বা প্রসবের অপেক্ষায় থাকা গর্ভবতী আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা তাদের থাই হাসপাতাল বা বাংলাদেশে অবস্থিত হাসপাতালের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে জরুরি অবস্থা নিশ্চিত করতে এবং দূতাবাসে তাদের অনুরোধ জানাতে পারেন। প্রতিটি রোগীকে একজন অ্যাটেন্ডেন্ট আনতে অনুমতি দেওয়া হয়। অতিরিক্ত অ্যাটেন্ডেন্ট নেওয়ার জন্য স্বাভাবিক নিয়মে আবেদন করতে পারেন।

২. ব্যাংককে জাতিসংঘের সংস্থাগুলো দ্বারা আয়োজিত সম্মেলন, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণকারীদের ভিসা সুবিধার জন্য আয়োজক সংস্থাকে তাদের নাম ও যোগাযোগের বিবরণ থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। অংশগ্রহণকারীরা প্রত্যাশিত অনুষ্ঠান সম্পর্কে আগে থেকে অবহিত করার জন্য দূতাবাসে ই-মেইলও করতে পারেন।

Manual4 Ad Code

৩. থাইল্যান্ডে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের থাইল্যান্ডের সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থা অথবা থাইল্যান্ডের ক্রীড়া কর্তৃপক্ষের কাছে ভিসা সুবিধার জন্য তাদের নাম ও যোগাযোগের বিবরণ থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। অংশগ্রহণকারীরা প্রত্যাশিত ইভেন্ট সম্পর্কে আগে থেকে জানাতে দূতাবাসে ই-মেল করতে পারেন।

ভিসা আবেদনকারীদের উন্নত সেবা প্রদানের জন্য আবেদন ও অর্থপ্রদান ব্যবস্থা আপগ্রেড করার জন্য দূতাবাস সক্রিয়ভাবে কাজ করছে। ভিসা প্রক্রিয়াকরণে কমপক্ষে ১০ কার্যদিবস সময় লাগে। আবেদনকারীদের তাদের আবেদন দ্রুত জমা দেওয়ার জন্য জোরালোভাবে সুপারিশ করা হচ্ছে।

Manual3 Ad Code

বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান মাঘী পূর্ণিমা পালনের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকার থাই দূতাবাস বন্ধ থাকবে বলেও জানিয়েছে থাই দূতাবাস।

Manual1 Ad Code

শেয়ার করুন