Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বাসচাপায় প্রকৌশলী মাইদুলের মৃত্যু, দায় স্বীকার চালকের

admin

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪ | ১১:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: ২২ এপ্রিল ২০২৪ | ১১:৪৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
বাসচাপায় প্রকৌশলী মাইদুলের মৃত্যু, দায় স্বীকার চালকের

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর বিমানবন্দর সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাইদা পরিবহণের বাসচাপায় প্রকৌশলী মাইদুল ইসলামের নিহতের ঘটনায় গ্রেফতার বাসচালক হাসান মাহমুদ হিমেল দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

Manual5 Ad Code

রোববার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তিনি ঘটনার দায় স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদীর আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

Manual3 Ad Code

আদালতের বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নিরাপত্তা বাউন্ডারি ভেঙে রাইদা পরিবহণের বাস ঢুকে যায়। এতে সিভিল এভিয়েশনের সিনিয়র প্রকৌশলী মাইদুল নিহত হন। এ ঘটনায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।

Manual4 Ad Code

 

শেয়ার করুন