বাসায় ডেকে ছাত্রীকে ধর্ষণ, কলেজশিক্ষক গ্রেফতার
০৯ মে ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ণ
গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগে ওই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে জেলা শহরের নবীনবাগ এলাকার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোপালগঞ্জে সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, রোববার দুপুরে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের এক শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন ওই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা।
সোমবার বিকালে এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে শিক্ষক গোলাম মোস্তফাকে অভিযুক্ত করে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সন্ধ্যায় অভিযান চালিয়ে শহরের নবীনবাগ এলাকার টেকলিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভিকটিম শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর আইনী প্রক্রিয়া শুরু হবে বলেও জানান ওসি।
প্রসঙ্গত, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে নারীঘটিত নানা অভিযোগ থাকলেও লোক-লজ্জায় কেউ থানায় অভিযোগ করেনি। এছাড়া কলেজের পিকনিকে গিয়ে ছাত্রীদের সঙ্গে নেচে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন তিনি।