Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিকে নিশ্চিহ্ন করতে দেশে মহাতাণ্ডব শুরু হয়েছে: রিজভী

admin

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ০১:২৬ অপরাহ্ণ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ০১:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
বিএনপিকে নিশ্চিহ্ন করতে দেশে মহাতাণ্ডব শুরু হয়েছে: রিজভী

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপিকে নিশ্চিহ্ন করতে দেশে মহাতাণ্ডব শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর মিরপুর থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার (৬ নভেম্বর) দেওয়া বিবৃতিতে এ কথা বলেন তিনি।

Manual5 Ad Code

রিজভী বলেন, বিএনপিসহ বিরোধীদলের নেতা-কর্মী এবং সাধারণ জনগণ এখন ১৯৭১ সালের দুর্বিষহ দিনগুলোর চেয়েও চরম সংকটকাল অতিক্রম করছে। সেই সময় দেশের মানুষ যেমন হানাদার বাহিনীর ভয়ে দ্বিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পালিয়ে বেড়াতো, স্বাধীনতার অর্ধশতাব্দী পরেও তেমনিভাবে এ দেশের মানুষ এখন আওয়ামী স্বৈরশাসকের আইন-শৃঙ্খলা বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, পুলিশ দিনে-রাতে যেকোন সময় নেতা-কর্মীদের ধরতে বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। টার্গেটকৃত ব্যক্তিকে বাসায় না পেয়ে তাদেরবাবা, ভাই কিংবা অন্য সদস্যদের অন্যায়ভাবে আটক করে নিয়ে যাচ্ছে। আটককৃত নেতা-কর্মী কিংবা তাদের আত্মীয়-স্বজনদের থানায় নিয়ে গিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে।

Manual7 Ad Code

তবে বিএনপিকে নিশ্চিহ্ন করার স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যাবে উল্লেখ করে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, জনগণকে সাথে নিয়ে বর্তমান শাসকগোষ্ঠীর পতন ঘটাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৃঢ়প্রতিজ্ঞ।

বিএনপি ঘোষিত আন্দোলন কর্মসূচিতে ভয় পেয়েই সরকার শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করেছে বলেও জানান রুহুল কবির রিজভী। অবিলম্বে তিনি শামসুজ্জামান দুদুর নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।

শেয়ার করুন