Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী আটক

admin

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩ | ০৫:৩০ অপরাহ্ণ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ | ০৫:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী আটক

Manual3 Ad Code

তাহিরপুর প্রতিনিধি:
তাহিরপুরে নাশকতা সংগঠনের উদ্যোগ নেওয়ার অভিযোগে বিএনপির তিনজন, ছাত্রদলের একজন এবং জামায়াতের দুই জনকে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ।

Manual4 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন, বাদাঘাট ইউনিয়নের মৃত ছবর আলী শাহ’র ছেলে বিএনপি নেতা আমির শাহ (৪৫), একই গ্রামের শেখ খসরু মিয়ার ছেলে বিএনপি নেতা ডাঃ শেখ এস কে শফিকুল ইসলাম (৪০), শ্রীপুর উত্তর ইউনিয়নের রঙ্গাচড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি কামাল হোসেন (৪০), উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রাহাত হাসান রাব্বি (২২), জামায়াত নেতা কলাগাঁও গ্রামের মৃত এলাহি বক ্র ফকিরের ছেলে আল আমিন (৩২), একই গ্রামের সিরাজ খন্দকারের ছেলে জামায়াত নেতা মাহমুদউল্লাহ (৪০)।

Manual3 Ad Code

রবিবার রাতে এবং সোমবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

Manual8 Ad Code

সোমবার দুপুরে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বিভিন্ন স্হানে নাশকতা সংগঠনের উদ্যোগ নেওয়ার অভিযোগে পুলিশ তাদের পৃথক স্হান থেকে গ্রেফতার করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে এবং তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন