Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ

admin

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ০১:০২ অপরাহ্ণ | আপডেট: ২১ নভেম্বর ২০২৩ | ০১:০২ অপরাহ্ণ

ফলো করুন-
বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় পর পর দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। যদিও মির্জা আব্বাস বেশ কিছু দিন ধরে কারাগারে রয়েছেন।

Manual8 Ad Code

তার স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

Manual2 Ad Code

তিনি বলেন, আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে একটি মোটরসাইকেলে করে দুজন আরোহী এসে মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা লক্ষ্য করে পর পর দুটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপর একটি ককটেল সম্পূর্ণ অবিস্ফোরিত থাকে। এ সময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

Manual3 Ad Code

দিদার জানান, ককটেল বিস্ফোরণের মুহূর্তের মধ্যে মির্জা আব্বাসের বাসায় অবস্থান করা নিরাপত্তা কর্মীরা দৌড়ে গেলে মোটরসাইকেলটি নিরাপদে চলে যায়। এ সময় নিরাপত্তা কর্মীরা বাসার গেটের সামনে গিয়ে ইউনিফর্ম পরা ৬/৮ জন পুলিশকে বহন করা ৩/৪টি মোটরসাইকেল অবস্থান করতে দেখেন।

মির্জা আব্বাসের বাসার নিরাপত্তা কর্মীরা জানান, এ সময় মোটরসাইকেল আরোহী এবং ককটেল নিক্ষেপের ঘটনাটি পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ কোনো সদুত্তর না দিয়ে উলটো ককটেল নিক্ষেপকারী আরোহীসহ মোটরসাইকেলটিকে স্কট দিয়ে নিয়ে যায়।

শেয়ার করুন