Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএল খেলতে এলেন রাসেল-নারিন

admin

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০৩:০১ অপরাহ্ণ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০৩:০১ অপরাহ্ণ

ফলো করুন-
বিপিএল খেলতে এলেন রাসেল-নারিন

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় দুই বিজ্ঞাপন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। সে কারণে কোনো ফ্র্যাঞ্চাইজিতে তারা নাম লেখালে দীর্ঘ সময় ওই দলে খেলতে দেখা যায় এই দুই ক্যারিবীয় অলরাউন্ডারকে। তেমনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সও রাসেল-নারিনকে দীর্ঘ সময় ধরে রেখেছে। কুমিল্লার স্কোয়াডের শক্তি বাড়াতে এবার ঢাকায় পা রাখলেন এই দুই টি-টোয়েন্টি বিশেষজ্ঞ।

Manual6 Ad Code

 

রাসেল-নারিনের ঢাকায় নামার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে কুমিল্লা। তারা বলছে, ‘ক্যারিবীয় কিংবদন্তি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরিবারের অন্যতম দুই সদস্য সুনীল নারাইন আর আন্দ্রে রাসেল চলে এসেছেন। এবার হবে মজা!’

বর্তমানে চলছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। ফলে দলের সঙ্গে যোগ দিতে দুই ক্রিকেটারকে উড়াল দিতে হবে সেখানে। সব ঠিক থাকলে কুমিল্লার হয়ে বিপিএলের দশম আসরে রাসেল-নারিনকে প্রথম খেলতে দেখা যাবে আগামী সোমবার (১৯ ফেব্রুয়ারি)। ওইদিন টুর্নামেন্টের সবচেয়ে সফলতম দলটি সিলেট স্ট্রাইকার্সের মোকাবিলা করবে।

Manual8 Ad Code

এর আগের মৌসুমে কুমিল্লার শিরোপা জয়ে ভূমিকা রেখেছিলেন এই দুই ক্যারিবীয় তারকা। এবার অবশ্য তাদের দেরিতে আসার কারণ আছে। স্পিন অলরাউন্ডার নারিন ব্যস্ত ছিলেন আইএল টি-টোয়েন্টি লিগে, আর রাসেল ওয়েস্ট ইন্ডিজের হয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ খেলছিলেন। সেসব ব্যস্ততা সেরে দুজনই এবার একসঙ্গে বাংলাদেশে পা রাখলেন। যা এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা লিটন দাসের দলে নিশ্চিতভাবে আরও শক্তি জোগাবে।

Manual7 Ad Code

উল্লেখ্য, ৯ ম্যাচে ৭ জয় নিয়ে কুমিল্লার পয়েন্ট ১৪। ১৬ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে কেবল রংপুর রাইডার্স। কুমিল্লারও প্লে-অফে ওঠা অনেকটাই নিশ্চিত, বাকি কেবল কাগজে-কলমের হিসাব। ২০১৫ সাল থেকে কুমিল্লা বিপিএলে অংশ নিয়েছে ছয়বার, এর মধ্যে সর্বোচ্চ চারবার নাফিসা কামালের দলটি শিরোপা জিতেছে।

Manual2 Ad Code

শেয়ার করুন