Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিমান ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি পৌঁছাল কিশোর

admin

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ০২:১০ অপরাহ্ণ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ০২:১০ অপরাহ্ণ

ফলো করুন-
বিমান ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি পৌঁছাল কিশোর

Manual5 Ad Code

নিউজ ডেস্ক:
আফগানিস্তানের কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে ১৩ বছর বয়সী এক আফগান কিশোর দিল্লিতে পৌঁছানোর পর ধরা পড়েছে। সরকারি সূত্রের বরাতে এনডিটিভি নিউজ এই তথ্য জানিয়েছে।

Manual3 Ad Code

স্থানীয় সময় রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কেএএম এয়ারলাইন্সের ফ্লাইট আরকিউ-৪৪০১ দুই ঘণ্টার যাত্রা শেষে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে অবতরণ করলে এই ঘটনাটি প্রকাশ পায়।

Manual2 Ad Code

কুন্দুজ শহরের ওই কিশোর কাবুল বিমানবন্দরে গোপনে প্রবেশ করে বিমানের পিছনের কেন্দ্রীয় ল্যান্ডিং গিয়ার বগিতে লুকিয়ে ছিল। বিমানবন্দরে অবতরণের পর নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষে তাকে ঘোরাফেরা করতে দেখে বিমান সংস্থার কর্মীরা তাকে আটক করে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) হাতে তুলে দেয়।

জিজ্ঞাসাবাদের সময় কিশোরটি জানায় যে, সে কেবল কৌতূহলবশত বিমানে ঢুকেছিল। জিজ্ঞাসাবাদের পর দুপুর ১২টা ৩০ মিনিটে তাকে একই ফ্লাইটে করে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়।

Manual8 Ad Code

শেয়ার করুন