Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে আশা এনজিও’তে রহস্যজনক চুরি

admin

প্রকাশ: ১৩ মে ২০২৪ | ০৫:৪৮ অপরাহ্ণ | আপডেট: ১৩ মে ২০২৪ | ০৫:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে আশা এনজিও’তে রহস্যজনক চুরি

Manual3 Ad Code

বিয়ানীবাজার সংবাদদাতা:
বিয়ানীবাজারের আশা এনজিও’র দুবাগ শাখায় রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলার মেওয়া গ্রামের মস্তান আলীর বাড়িতে আশা এনজিও’র শাখা অবস্থিত।

Manual3 Ad Code

আশা কর্মচারী মাসুম জানান, রাত ৩টার দিকে জানালার গ্রীল কেঁটে ৬-৭জনের একটি সংগবদ্ধ চক্র এনজিও’র শাখায় ঢুকে পড়ে। এরপর তারা আশা কর্মচারীদের জিম্মী করে ক্যাশে থাকা নগদ ৩৬ হাজার নিয়ে যায়। তবে কাউকে মারধর করেনি বলে জানান তিনি।

Manual8 Ad Code

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করা দুবাগ বিটের এসআই শিমুল বিশ্বাস জানান, এ ঘটনায় রহস্য লুকায়িত আছে। রাত ৩টায় ঘটনা ঘটলেও পুলিশকে সকাল সাড়ে ৭টার দিকে জানানো হয়েছে। তাছাড়া এতবড় ঘটনা আশাপাশের আর কেউ জানেনা বলেও উল্লেখ করেন তিনি। বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে অবগত করার পর তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন