বিয়ানীবাজারে গোলাবশাহ যুব সংঘের শ্রদ্ধা নিবেদন
১৬ ডিসে ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ণ
সংবাদ বিজ্ঞপ্তি:
নূতন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে বিয়ানীবাজারে এবার বিজয় দিবস উদযাপিত হচ্ছে। ফুলেল শ্রদ্ধা-ভালোবাসায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও যুদ্ধাহতদের স্মরণ করছেন উপজেলাবাসী।
ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর স্থানীয় কেন্দ্রীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এদিন বিয়ানীবাজার পৌরশহরের সাড়া জাগানো গোলাবশাহ যুব সংঘের পক্ষ থেকে পৃথক স্থানে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও মুক্তিযোদ্ধাগণের সম্মানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সাথে নিয়ে বিয়ানীবাজার স্মৃতিসৌধ ও কসবা ত্রিমুখি বাজারের স্মরণ-৭১-এ শ্রদ্ধা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আতিক উদ্দিন, ব্যবসায়ী আব্দুর রহমান, সমাজসেবক আব্দুল কুদ্দুছ মজনু, যুব সংগঠক আব্দুল মুমিন, গোলাবশাহ যুব সংঘের উপদেষ্ঠা কাওছার আহমদ সাবুল, গভর্ণিং বডির চেয়ারম্যান মিলাদ মো: জয়নুল ইসলাম, মারুফ আহমদ, আজমল হোসাইন, শাহজাহান সিদ্দিক, সভাপতি ছালেখ হোসেন, সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, সহ-সাধারণ সম্পাদক আহমদ এহসানুল কাদির, সাংগঠনিক সম্পাদক মাকসুদ মনি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিপন আহমদ, শ্রম সম্পাদক খায়রুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খালেদ আহমদ, সদস্য সরওয়ার হোসেন প্রমুখ।