Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আহত, পৌর শহরে উত্তেজনা

admin

প্রকাশ: ৩১ মে ২০২৩ | ০৭:৩৮ অপরাহ্ণ | আপডেট: ৩১ মে ২০২৩ | ০৭:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আহত, পৌর শহরে উত্তেজনা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগের এককর্মী গুরুতর আহত হয়েছে । গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার পরিষদের সামনে এ ঘটনা ঘটে। আহতের ব্যক্তির নাম ইমতিয়াজ আহমদ (১৯)। সে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের লাউঝারী গ্রামের শামসুল ইসলামের পুত্র।

জানা যায়, ছাত্রলীগের রাজনীতির বিবদমান দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের সামনের রাস্তার পাশে তাকা ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপের কয়েকজন কর্মী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তার শরীরে ছুরি আটকে থাকে।

Manual5 Ad Code

রক্তাক্ত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করেন। সেখানে অস্ত্রপচার করে ছুরির বিধে থাকা অংশ বের করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশংকাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত ইমতিয়াজের মেরুদণ্ডের হাড়ে মারাত্মক জখম হয়েছে।

Manual7 Ad Code

এ ঘটনায় ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ প্রতিপক্ষের কর্মীরা দুপুরে বিয়ানীবাজার পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে।

Manual7 Ad Code

শেয়ার করুন