বিয়ানীবাজারে স্বর্ণ ছিনতাইকালে দুই নারী আটক
১২ ফেব্রু ২০২৫, ০৪:১৯ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে স্বর্ণ ছিনতাইকালে এবার দুই নারীকে আটক করেছেন স্থানীয় জনতা। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে তারা স্বর্ণের চেইন ছিনতাই করেন।
আটককৃতরা হলেন সরুফা বেগম (৬০) ও নাছিমা বেগম (৫৫)। তাদের বাড়ি হবিগঞ্জ জেলায় হলেও প্রতিবেশী গোলাপগঞ্জ এলাকায় তারা ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ানীবাজার পৌরশহরের নয়াগ্রামের বাসিন্দা এক নারী চিকিৎসা নিতে হাসপাতালের বহির্বিভাগের সিরিয়ালে দাড়াঁন। তার ঠিক পিছনে চিকিৎসা নেয়ার কৌশল করে আটককৃত দুই নারীও লাইনে দাড়াঁন। মুহুর্তের মধ্যে সামনে দাড়াঁনো নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেন তারা। বিষয়টি ওই নারী বুঝে ফেলে চিৎকার দেন। তখন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও দর্শনার্থীরা ছিনতাইকারী নারীদের আটক করেন।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনিরুল হক খান জানান, ওই নারীদের হাতেনাতে আটক করা হয়। তাদের পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
হাসপাতালের কর্মচারিরা জানান, প্রায় এক বছর থেকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা ও মুল্যবান জিনিসপত্র চুরি হচ্ছে। আটককৃত নারীরা এতে জড়িত থাকতে পারে।