Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজার-গোলাপগঞ্জে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন যুদ্ধ

admin

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫ | ০৫:০১ অপরাহ্ণ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ | ০৫:০১ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজার-গোলাপগঞ্জে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন যুদ্ধ

Manual6 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

জুলাই আন্দোলন পরবর্তী সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনের রাজনৈতিক দৃশ্যপট পুরোপুরি পাল্টে গেছে। এই আসনে এখন আওয়ামীলীগবিহীন অন্যান্য রাজনৈতিক দলের রমরমা অবস্থা। বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী তোড়জোড় চোখে পড়ার মত। অন্যান্য রাজনৈতিক দলও নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে বেশ জোরেশোরে। তবে এই আসনে বিএনপি থেকে প্রতীক প্রত্যাশীদের ‘মনোনয়ন পরীক্ষা’ সবকিছু ছাড়িয়ে গেছে। বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে বিএনপির মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা কঠিন পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। লন্ডন বৈঠকে নির্বাচনি সময়সীমা সাময়িক স্থির হওয়ায় এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের ঘুম রীতিমত হারাম হয়ে গেছে।

নেতাকর্মীদের সাথে আলাপকালে জানা যায়, এই আসনে গত সাড়ে ১৫ বছর আওয়ামীলীগের নির্যাতনের কারণে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করাই ছিল বেশ ঝুঁকিপূর্ণ। এখন বিয়ানীবাজার-গোলাপগঞ্জে বিএনপি ও জামায়াতের কার্যালয়সহ দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়। ধানের শীষ প্রতীক পেতে আগ্রহী প্রার্থীরা নির্বাচনি এলাকার ভোটারদের মাঝে নিজেদের জনপ্রিয়তা প্রমাণে সব ধরনের তৎপরতা শুরু করেছেন। অবশ্য মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের সঙ্গে যোগাযোগ, উঠান বৈঠকসহ নির্বাচনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। কোনো কোনো সম্ভাব্য প্রার্থী বাড়ি-বাড়ি গিয়েও নিজে প্রার্থী ঘোষণা করে ভোট চাইতে শুরু করেছেন। তৃণমূলের সমর্থন পেতে স্থানীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ বৃদ্ধি করছেন।

জানা গেছে, এবারের নির্বাচনে ত্যাগী, অভিজ্ঞ প্রার্থী চূড়ান্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রার্থীরা নির্বাচনি এলাকার জনগণ, ভোটারসহ তৃণমূল নেতাকর্মীদের কাছে কতটা জনপ্রিয় ও তার জয়লাভের সম্ভাবনার বিষয়টি জরিপ করা হচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের রাজনৈতিক পরিবেশ অনিশ্চয়তামুক্ত হলেও নির্বাচনের মাঠে বেশকিছু চ্যালেঞ্জ দেখছে বিএনপি। ‘নতুন বাংলাদেশ’-এর নতুন চাহিদার প্রেক্ষাপটে বিতর্কহীন ও ক্লিন ইমেজের প্রার্থী বাছাইয়ে বেশ বেগ পেতে হচ্ছে দেড়যুগ ক্ষমতার বাইরে থাকা দলটিকে। বিএনপির প্রার্থী বাছাইয়ে এবার সাড়ে ১৫ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ত্যাগী নেতারা মূল্যায়িত হবেন।

Manual5 Ad Code

বিএনপি নেতাকর্মীরা জানান, আওয়ামীলীগ ও তাদের দোসর-সমর্থকরা আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ কম। এ কারণে আসন্ন নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীদের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশী। ফলে বিএনপির অভ্যন্তরে মনোনয়নপ্রত্যাশীদের ‘লড়াই’ এখন মুখ্য বিষয় হয়ে উঠেছে।

সূত্র জানায়, বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, বিএনপি থেকে ২০১৮সালে ধানের শীষের প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, জাসাসর কেন্দ্রীয় আহবায়ক চিত্রনায়ক হেলাল খান, যুক্তরাজ্য বিএনপির প্রয়াত সভাপতি কমর উদ্দিন আহমদের মেয়ে সাবিনা খান পপি, সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেনের মেয়ে সৈয়দা আদিবা হোসেন, যুক্তরাজ্য বিএনপি নেতা অহিদ উদ্দিন ও জেলা বিএনপি নেতা তামিম ইয়াহিয়া হক।

এসব প্রার্থী নির্বাচনী মাঠে শোডাউন করছেন, সভা-সমাবেশসহ নানা কর্মসূচিতে অংশ নিয়ে ভোটারের দৃষ্টি আকর্ষণে ব্যস্ত। বিভিন্ন ভিডিও কনটেন্ট তৈরি করে প্রার্থীদের পক্ষে সামাজিক মাধ্যমেও চলছে প্রচারণা।

Manual4 Ad Code

 

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা ও সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন বলেন, ‘সাধারণ ভোটাররা দীর্ঘদিন নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারেননি। আগামীতে শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে এমন প্রত্যাশায় পুরো জাতি। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। তাই আমাদের দলের একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে কাজ করছেন। তবে আমাদের নেতাকর্মীদের মধ্যে কোনো বিভক্তি নেই। প্রতিটি এলাকায় বিএনপির নেতারা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রচার চালিয়ে যাচ্ছেন। যখন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে, তখন দল প্রার্থী ঘোষণা করবে। প্রার্থী ঘোষণা হওয়ার পর সবাই দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন। বিএনপি জনগণের দল, তাই দলের নেতাকর্মীরা জনগণের কাছে থেকে কাজ করে যাচ্ছেন। ’

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

 

 

 

 

শেয়ার করুন