Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজার প্রেসক্লাবের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

admin

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪ | ০৮:২৩ অপরাহ্ণ | আপডেট: ২৭ মার্চ ২০২৪ | ০৮:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজার প্রেসক্লাবের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার পৌরশহরের একটি অভিজাত রেস্তোরায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট এবং পরবর্তী সময়ে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের নানা দিক তুলে ধরেন।

Manual4 Ad Code

বক্তারা বলেন, শোষন-নিপীড়নের বিরুদ্ধে স্বাধীনতা ছিল বাঙ্গালির অন্যতম দাবী। আর সেই দাবী বাস্তবায়নে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন দেশের নিরীহ জনতা। দেশ মাতৃকার মুক্তির জন্য ৯ মাসের লড়াই-সংগ্রাম বাঙ্গালির বীরত্বকে বিশ্ব দরবারে নতুন করে পরিচিত করেছে।

Manual3 Ad Code

বিয়ানীবাজার প্রেসক্লাব’র সহ-সভাপতি হাসান শাহরিয়ারের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয়ের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক-সুজন উপজেলা শাখার সভাপতি এডভোকেট মো: আমান উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জজ আদালতের আইনজীবি এডভোকেট মো: আবুল কাশেম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম।

যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য মো: জাকির হোসেনের সহযোগিতায় অনুষ্ঠিত ইফতার মাহফিলের পূর্বে দোয়া পরিচালনা করেন সময়চিত্র পত্রিকার সম্পাদক ফয়জুল হক শিমুল। এ সময় প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্রাচার্যের মায়ের আশু সূস্থতা কামনা করা হয়।

Manual1 Ad Code

বিয়ানীবাজারের সকল সাংবাদিক সহকর্মী ও প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্টানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন