বিয়ে করতে ছুটি না পাওয়ায় যুবকের কাণ্ড!

Daily Ajker Sylhet

admin

০৯ নভে ২০২৪, ১২:১৯ অপরাহ্ণ


বিয়ে করতে ছুটি না পাওয়ায় যুবকের কাণ্ড!

স্টাফ রিপোর্টার:
বিয়ে নিয়ে প্রত্যেকের নানা পরিকল্পনা থাকে। তবে কর্মজীবনে এসে ছুটি আর বাস্তবতার কারণে তা হয়তো অনেকের পূরণ করা হয়ে ওঠে না। অনেক সময় বিয়ের জন্য ছুটি চেয়েও মিলে না কাঙ্ক্ষিত ছুটি। ফলে পেছানে বা পরিবর্তন করতে হয় পরিকল্পনা। এবার সামনে এসেছে এক বিচিত্র ঘটনা। বিয়ের জন্য বসের কাছে ‍ছুটি চেয়ে না পেয়ে অবাক কাণ্ড ঘটিয়েছেন এক যুবক।

শুক্রবার (০৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের জন্য বসের কাছে ছুটি চেয়েছিলেন এক যুবক। কিন্তু বস তাকে ছুটি দিতে অপারগতা প্রকাশ করেন। ফলে বাধ্য হয়ে শেষ পর্যন্ত ভিডিও কলের মাধ্যমে বিয়ের কার্যক্রম সম্পন্ন করেছেন ওই যুবক।

ছুটির আবেদন করা ওই যুবক ভারতের বিলামপুরের বাসিন্দা। তার নাম আদনান মুহাম্মাদ। তিনি তুরস্কে কর্মরত রয়েছেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, আদনান বিয়ের জন্য বসের কাছে ছুটি চেয়েছিলেন। তবে বস ছুটি দেননি। ফলে তিনি দেশে আসতে পারেননি। পরে দুই পরিবারের সম্মতিতে ভিডিওকলের মাধ্যমে তার বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এনডিটিভি জানিয়েছে, বিয়ের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পাত্রপক্ষের স্বজনরা বিলাসপুর থেকে মান্দি নামক স্থানে যান। পরে সোমবার (০৪ নভেম্বর) ভার্চুয়ালি তারা বিয়ে করেন।

কনের চাচা বলেন, প্রযুক্তির বদৌলতে বিয়ের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এর অগে গত বছরের জুলাইয়ে ভারতের সিমলায় এমন একটি আয়োজন করা হয়েছিল। ওই সময়ে ব্যাপক ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দেয়। ফলে বিয়ের কার্যক্রম পণ্ড হয়ে যায়।

Sharing is caring!