Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিরোধী দল কী, তা সংসদে দেখিয়ে দেওয়া হবে: চুন্নু

admin

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:১৮ অপরাহ্ণ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
বিরোধী দল কী, তা সংসদে দেখিয়ে দেওয়া হবে: চুন্নু

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, বিরোধী দল কী, তা দেখিয়ে দেওয়া হবে। সরকারের ভুল-ত্রুটি ধরে দেওয়ার জন্য যা যা করার তাই করা হবে। সাহসের সঙ্গে সংসদে সরকারের সমালোচনা করা হবে। সংসদে জনগণের পক্ষে কথা বলা হবে।

Manual7 Ad Code

শনিবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

Manual4 Ad Code

চুন্নু বলেন, যে যতই গালি দিক গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এখন বিরোধী দলীয় নেতা। আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করার কারণে অনেকেই জাপাকে গৃহপালিত বিরোধী দল বলে। রাজনীতি করতে গেলে সবার সঙ্গে সম্পর্ক থাকা লাগে। জাপা কখনও কারও পার্পাস সাফ করেনি। আমরা সব সময় সরকারের সমালোচনা করেছি।

Manual1 Ad Code

জাতীয় পার্টি মহাসচিব আরও বলেন, দলীয় সদস্য যারা নয়, যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তারা কেন্দ্রে গিয়ে ফুল দেয় এবং সংবাদ সম্মেলন করেন। দল থেকে অব্যহতি দেওয়া লোকগুলো নিউজ করার জন্য শুক্রবার (২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কার্যালয় দখলের কথা বলেছেন। আসলে এটি কোনো দখল নয়। চোরের মত এসে পালিয়ে গেছে। একটি পার্টি চলন্ত ট্রেনের মতো, জাপার চালক ঠিক আছে, মাঝে মাঝে খারাপ যাত্রী উঠলে তাদের বাদ দেওয়া হয়।

শেয়ার করুন