Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে থাকবেন তো মাহমুদউল্লাহ? যা বললেন নির্বাচক

admin

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:০৫ অপরাহ্ণ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
বিশ্বকাপে থাকবেন তো মাহমুদউল্লাহ? যা বললেন নির্বাচক

Manual1 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:
গেল বছর ওয়ানডে থেকে বাদ পড়ার পর মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ার নিয়েই শঙ্কা জেগেছিল। তবে শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করেই ভারত বিশ্বকাপের টিকিট পান টাইগার এই অভিজ্ঞ ক্রিকেটার। সুযোগ পেয়েই ব্যাট হাতে পারফর্মম্যান্স করে দেখিয়েছেন তিনি। সব হারানোর বিশ্বকাপেন বাংলাদেশের অল্প কিছু প্রাপ্তির একটি ছিল রিয়াদের ব্যাটিং।

বিশ্বকাপের সেই ফর্ম টেনে এনেছেন চলমান বিপিএলেও। ব্যাট হাতে ভালো ফর্মে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। কদিন আগেই ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান তাই বলেছিলেন, রিয়াদ টি-টোয়েন্টিতে অটো চয়েজ। এরপরই তিনি ডাক পেলেন সংক্ষিপ্ত ফরম্যাটের এই দলে।

Manual4 Ad Code

আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অবশ্য দলে রয়েছেন মাহমুদউল্লাহ। তবে চলতি বছরে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপে অভিজ্ঞ এই ক্রিকেটারের খেলার সম্ভাবনা কতটুকু। এমন প্রশ্নে গতকাল বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক জবাব দিয়েছেন।

Manual3 Ad Code

চট্টগ্রামে রাজ্জাক বলেন, ‘কেন্দ্রীয় চুক্তির সাথে দলে চান্স পাওয়ার কোনো মিল নেই। চুক্তি হচ্ছে আগের বছরে খেলা দেখে। আগের বছরে রিয়াদ অইরকম টি-টোয়েন্টি খেলে নাই। এখন মনে হচ্ছে রিয়াদ টি-টোয়েন্টি ভালো খেলছে। ভালো অবস্থায় আছে। তাই রাখা হয়েছে। এরপরেও যদি ভালো খেলে তাহলে বিশ্বকাপের জন্যও থাকবে চিন্তাতে।’

Manual7 Ad Code

শ্রীলঙ্কা সিরিজের দল নিয়ে রাজ্জাক বলেন, ‘প্রথম চিন্তা হচ্ছে শ্রীলঙ্কার সাথে সিরিজ জিততে চাই। যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে তো টি-টোয়েন্টি দলের সেখানে কিছুটা তো চিন্তা করার দরকার। যেহেতু বিপিএল চলছে, মোক্ষম সময় আমাদের মনে হয়েছে।’

Manual5 Ad Code

চলতি বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে রিয়াদের সংগ্রহ ১৯৭ রান। স্ট্রাইকরেটও সঙ্গ দিচ্ছে রিয়াদকে। ১৪৪ ছুঁইছুঁই স্ট্রাইকরেটে ব্যাট চালিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। দুই ফিফটি তাকে এগিয়ে রাখছে টি-২০ ফরম্যাটের বিবেচনায়।

শেয়ার করুন