Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বম্ভরপুর থানার শ্যামল বণিক সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি

admin

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩ | ০২:০৩ অপরাহ্ণ | আপডেট: ২২ অক্টোবর ২০২৩ | ০২:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
বিশ্বম্ভরপুর থানার শ্যামল বণিক সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগের ৩৯টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার ওসি শ্যামল বণিক।

গত বৃহস্পতিবার তাকে এই পুরস্কার দেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান। সিলেটে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে এই পুরস্কার দেয়া হয়।

Manual7 Ad Code

পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক মানদণ্ডের বিচারে গত জুলাই থেকে সেপ্টেম্বর তিন মাসের পর্যালোচনায় সিলেট বিভাগের ৩৯টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন শ্যামল বণিক। বিশ্বম্ভরপুর থানার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, মামলার রহস্য উদঘাটনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে শ্রেষ্ঠ হিসেবে পুরস্কৃত করা হয়।

Manual4 Ad Code

বিশ্বম্ভপুর থানার ওসি শ্যামল বণিক জানান, বিশ্বম্ভরপুর থানার সব অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফলেই তার এই অর্জন সম্ভব হয়েছে। সিলেট বিভাগের এই শ্রেষ্ঠত্ব থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করেন তিনি।

Manual3 Ad Code

শেয়ার করুন