Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি জানেন?

admin

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০১:১০ অপরাহ্ণ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০১:১০ অপরাহ্ণ

ফলো করুন-
বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি জানেন?

Manual3 Ad Code

নিউজ ডেস্ক:
বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি জানেন কি? অনেকেই হয়তো বলবেন দুবাইয়ের নাম। কিন্তু এবার অর্থাৎ ২০২৩ সালে বিশ্বের ধনী দেশের তালিকায় সবার উপরে আছে অন্য একটি দেশ। সেটি হচ্ছে আয়ারল্যান্ড। ২০২৩ সালে প্রকাশিত রিপোর্টে ধনী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে আয়ারল্যান্ড।

এই ছোট দেশটি ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ দেশ হয়ে উঠেছে। স্বল্প জনসংখ্যা ও অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে দেশটি এ অর্জন করেছে। বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ও বিখ্যাত প্রতিষ্ঠান এ দেশে বিনিয়োগ করেছে।

Manual8 Ad Code

তালিকায় এর পরের স্থানেই আছে লুক্সেমবার্গ। খুব সামান্য ব্যবধানে আয়ারল্যান্ডের পেছনে রয়েছে এই দেশটি। মাথাপিছু আয়ের দিক থেকে এটি আয়ারল্যান্ডের চেয়ে এগিয়ে। এদেশে বার্ষিক গড় মাথাপিছু আয় ৭৩ লাখ টাকার বেশি। মানে এখানে একজন মানুষ দৈনিক ২০ হাজার টাকা আয় করেন।

Manual2 Ad Code

২০২৩ সালের ধনী দেশের তালিকায় পরবর্তীতে আছে সিঙ্গাপুর। এই দেশটির জনসংখ্যা প্রায় ৫৯ লাখ ৮১ হাজার। দেশটি বহু বছর ধরে বিনিয়োগ ও বাণিজ্যের জন্য কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এখানে মাথাপিছু গড় বার্ষিক আয় ৫৩ লাখ টাকা। অর্থাৎ এখানে প্রতিদিন একজন মানুষ ১৪ হাজার টাকার বেশি আয় করেন।

 

Manual2 Ad Code

এরপরের অবস্থানেই আছে উপসাগরীয় দেশ কাতারের নামও রয়েছে। মানব উন্নয়ন সূচকের ভিত্তিতে, জাতিসংঘ কাতারকে একটি উচ্চ উন্নত অর্থনীতি দেশ বলে অভিহিত করেছে। এদেশে বার্ষিক মাথাপিছু আয় ৫১ লাখ টাকার বেশি। বিপুল পরিমাণ তেল ও গ্যাসের মজুদ এ দেশের গুরুত্বপূর্ণ সম্পদ।

 

তবে অর্থনৈতিক দিক থেকে প্রথম স্থানে থেকেও ধনী দেশের তালিকায় শীর্ষে নেই আমেরিকা। এই তালিকায় নবম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমানে এর জিডিপি ৮০ হাজার ডলারের কাছাকাছি। আরও অবাক করা বিষয় হলো এই তালিকায় নেই প্রযুক্তির শীর্ষে থাকা চীন, রাশিয়া, জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের নামও।

Manual3 Ad Code

শেয়ার করুন