Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃদ্ধকে পিটিয়ে হত্যার ১২ ঘণ্টার মধ্যে ২ জন গ্রেফতার

admin

প্রকাশ: ১৬ মে ২০২৪ | ১২:৫৪ অপরাহ্ণ | আপডেট: ১৬ মে ২০২৪ | ১২:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
বৃদ্ধকে পিটিয়ে হত্যার ১২ ঘণ্টার মধ্যে ২ জন গ্রেফতার

Manual6 Ad Code

কুলাউড়া সংবাদদাতা:
মৌলভীবাজারের কুলাউড়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার ১২ ঘন্টার মধ্যেই ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হাজীপুর ইউনিয়নের রজনপুর এলাকার মৃত আফতার আলীর ছেলে মিসির আলী (৫০) ও একই এলাকার মুসাহেদ আলীর ছেলে আবুল হোসেন (৩৫)।

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, বুধবার দুপুর ১২টার দিকে জমিসংক্রান্ত বিরোধের জেরে মিছির আলী গং আছকির মিয়াকে (৬০) পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। অবশেষে ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই রাত সাড়ে ১০টার দিকে মিছির আলী গংয়ের দুজন পালিয়ে যাওয়ার সময় তার নেতৃত্বে এসআই আমির হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাজার থেকে হত্যা মামলার ২য় ও ৩য় আসামিকে গ্রেফতার করে।

Manual1 Ad Code

তিনি আরও জানান, নিহত আছকির মিয়ার ভাই আছকর আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার প্রধান আসামিসহ অন্যান্যদের গ্রেফাতরে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন