বেলারুশের নির্বাসিত বিরোধী নেতার ১৫ বছরের কারাদণ্ড

Daily Ajker Sylhet

admin

০৭ মার্চ ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ণ


বেলারুশের নির্বাসিত বিরোধী নেতার ১৫ বছরের কারাদণ্ড

আর্ন্তজাতিক ডেস্ক:
বেলারুশের নির্বাসিত বিরোধী নেতা সভিয়াতলানা সিখানৌস্কায়াকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার রাষ্ট্রদ্রোহ এবং ক্ষমতা দখলের ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করে তার অনুপস্থিতিতে মিনস্কের একটি আদালত এ রায় দেন।

তবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে প্রচেষ্টা চালানোয় এই সাজা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সভিয়াতলানা।তিনি ভ্লাদিমির পুতিনের মিত্র আলেকজান্ডার লুকাশেঙ্কোর প্রতিহিংসার শিকার বলে দাবি করেছেন। মঙ্গলবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৪০ বছর বয়সি এই নারী প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন আলেকজান্ডার লুকাশেঙ্কোর কাছে পরাজিত হয়ে ২০২০ সালে প্রতিবেশী লিথুয়ানিয়ায় চলে যান। ওই সময়ে সভিয়াতলানা সিখানৌস্কায়া এবং বিরোধীরা বলেছিলেন, নির্বাচনে লুকাশেঙ্কোকে বিজয়ী করতে ফলাফল কারচুপি করা হয়েছিল। এরপর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল।

এরপর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র লুকাশেঙ্কো বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন চালান এবং বিরোধীদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে বহু নেতাকর্মী গ্রেফতার করেন। এ সময় অনেকে দেশ ছেড়ে পালিয়ে যান।

লুকাশেঙ্কো প্রায় ৩০ বছর ধরে বেলারুশের ক্ষমতায় রয়েছেন। গণবিক্ষোভের সময় তার সরকার ৩৫ হাজারের বেশি মানুষকে আটক করে।

Sharing is caring!