Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যয়বহুল আন্টার্কটিকা সফরের কারণে ইরানের ডেপুটি প্রেসিডেন্ট বরখাস্ত

admin

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫ | ১২:১৪ অপরাহ্ণ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ | ১২:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
ব্যয়বহুল আন্টার্কটিকা সফরের কারণে ইরানের ডেপুটি প্রেসিডেন্ট বরখাস্ত

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
আণ্টার্কটিকা সফর নিয়ে বিতর্কের জেরে ইরানের পার্লামেন্ট বিষয়ক ডেপুটি প্রেসিডেন্ট শাহরাম দাবিরিকে বরখাস্ত করা হয়েছে। চরম মূল্যস্ফীতি ও তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে ব্যয়বহুল আন্টার্কটিকা সফরের অভিযোগে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান শনিবার পার্লামেন্ট বিষয়ক ডেপুটি প্রেসিডেন্ট শাহরাম দাবিরিকে বরখাস্ত করেছেন।

Manual3 Ad Code

সাম্প্রতিক দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, সদ্য বরখাস্ত হওয়া ডেপুটি প্রেসিডেন্ট শাহরাম দাবিরি ও তার স্ত্রী—ডাচ পতাকাবাহী বিলাসবহুল জাহাজ প্ল্যাঙ্কিয়াস-এর পাশে দাঁড়িয়ে আছেন।

Manual6 Ad Code

এই জাহাজটি ২০০৯ সাল থেকে আন্টার্কটিকায় বিলাসবহুল অভিযাত্রার সুযোগ দিয়ে আসছে। একটি ভ্রমণ সংস্থার হিসাবে, আট দিনের একটি সফরের খরচ জনপ্রতি তিন হাজার আটশো পঁচাশি ইউরো।

প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক চিঠিতে পেজেশকিয়ান বলেন, একটি বাস্তবতায়, যেখানে জনগণের ওপর অর্থনৈতিক চাপ প্রচণ্ড… তখন দায়িত্বশীল কোনো কর্মকর্তার এমন ব্যয়বহুল অবকাশযাপন—তা নিজের খরচেই হোক না কেন—গ্রহণযোগ্য বা ন্যায়সঙ্গত নয়।

Manual3 Ad Code

৬৪ বছর বয়সি দাবিরি পেশায় একজন চিকিৎসক এবং প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তাকে গত বছরের আগস্ট মাসে ডেপুটি প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল।

ছবিটি প্রকাশের পর সরকারের প্রতি ব্যাপক সমালোচনা শুরু হয় এবং পেজেশকিয়ানের সমর্থকদের অনেকেই দাবিরিকে বরখাস্ত করার আহ্বান জানান।

আইআরএনএ গত মাসের শেষদিকে দাবিরির কার্যালয়ের এক সূত্রের বরাতে জানায়, তিনি এই সফরটি করেছিলেন সরকারে পদ গ্রহণের আগে।

এই ঘটনা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের জন্য আরেকটি বড় ধাক্কা। তিনি গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধার করবেন এবং জনগণের দৈনন্দিন জীবনমান উন্নত করবেন।

এর আগে মার্চ মাসের শুরুতে তার অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মতিকে সংসদ বরখাস্ত করেছিল, কারণ সে সময় দেশটির জাতীয় মুদ্রার মান ডলারের বিপরীতে তীব্রভাবে পড়ে যায় এবং মুদ্রাস্ফীতি আরও বেড়ে যায়।

Manual3 Ad Code

শেয়ার করুন