ব্রিটিশ নাগরিক র্যাবের জালে, অস্ত্র ও মাদক জব্দ
২৭ মে ২০২৪, ০৬:২৩ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি:
অস্ত্র ও মাদকদ্রব্যসহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর জালে এক যুবক ধরা পড়েছেন। র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগান থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং মাদকদ্রব্যসহ দেলোয়ার হোসেন (৪০) নামের এক ওই যুবককে আটক করে। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় এবং তিনি একজন ব্রিটিশ নাগরিক।
সোমবার (২৭ মে) দুপুরে শ্রীমঙ্গল কার্যালয়ে প্রেস ব্রিফিং করে র্যাব-৯ এর লিগেল এন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন- আমরা খবর পাই, জাগছড়া চা বাগানের একটি পরিত্যক্ত বাড়িতে দেলোয়ার হোসেন তার সহযোগিদের নিয়ে মাদক সেবন করছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও মাদকদ্রব্যসহ দেলোয়ারকে আটক করি। তবে তার সহযোগিরা পালিয়ে যায়। দেলোয়ারের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায়।
তবে জাগছড়া চা বাগানে কার বাড়িতে কেনো অবস্থান করছিলো দেলোয়ার- এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।