Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে গণপিটুনিতে নিহত সিলেটি যুবকের লাশ হস্তান্তর

admin

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:৩২ অপরাহ্ণ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
ভারতে গণপিটুনিতে নিহত সিলেটি যুবকের লাশ হস্তান্তর

Manual1 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি:
ভারতে গণপিটুনিতে নিহত সিলেটি যুবকের লাশ হস্তান্তর

মেঘালয় রাজ্যের ওয়েস্ট জৈন্তিয়া হিলস জেলার ডাউকি থানাধীন এলাকায় গণপিটুনিতে নিহত বাংলাদেশি এক যুবকের লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

মঙ্গলবার রাত ১০টার দিকে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে মরদেহটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Manual7 Ad Code

নিহত জালাল উদ্দিন (১৮) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের মোহাম্মদপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।

 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, জালাল উদ্দিন গত রোববার রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনাটিলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ডাউকি শহরে যায়। সেখানে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে মঙ্গলবার রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র কাছে হস্তান্তর করেন।

 

এ সময় গোয়াইনঘাট থানা পুলিশ, মেঘালয়ের ডাউকি থানা পুলিশ, তামাবিল ইমিগ্রেশন পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিজিবি’র তামাবিল ক্যাম্প কমান্ডার আরিফ হোসেন গণমাধ্যমকে জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মৃতদেহটি বিজিবি’র নিকট হস্তান্তরের পর বিজিবি গোয়াইনঘাট থানা পুলিশের নিকট লাশটি হস্তান্তর করে। পরে গোয়াইনঘাট থানা পুলিশ মৃতদেহটি তার অভিভাবকের নিকট হস্তান্তর করেন।

Manual2 Ad Code

শেয়ার করুন