Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ভুল চিকিৎসায় মারা গেলেন আমিরের ‘দঙ্গল’ কন্যা

admin

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৫৬ অপরাহ্ণ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
ভুল চিকিৎসায় মারা গেলেন আমিরের ‘দঙ্গল’ কন্যা

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক:
আমির খানের ‘দঙ্গল’ কন্যা সুহানি ভাটনগর মারা গেছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিল্লিতে মৃত্যু হয়েছে তার। অভিযোগ উঠেছে, ভুল চিকিৎসায় মাত্র ১৯ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো সম্ভাবনাময় এ অভিনেত্রীকে।

Manual8 Ad Code

ভারতীয় চলচ্চিত্র জগতে ‌‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের ‘দঙ্গল’ ছবিতে তার মেয়ে ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সীমিত স্ক্রিন টাইমেই সাবলীল অভিনয়ে মুগ্ধ করেছিলেন দর্শকদের।

জানা গেছে, কিছুদিন আগেই পা ভেঙে যায় অভিনেত্রী সুহানি ভাটনাগরের। তার চিকিৎসা চলছিল। সেই চিকিৎসার জন্য বেশ কিছু ওষুধ খাওয়ানো হয়েছিল তাকে। ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তার শরীরে তরল পদার্থ জমতে শুরু করে। আর সেটাই সুহানির এই অকাল মৃত্যুর কারণ।

চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সুহানি। সেখানে প্রায় ১১ দিন ধরে আইসিউতে ভর্তি ছিলেন তিনি

Manual7 Ad Code

‘দঙ্গল’ সিনেমাতে কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সুহানি। এতে সুপারস্টার আমির খান, সাক্ষী তানওয়ার, ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা এবং জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি। এছাড়াও বেশকিছু টিভি বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন সুহানি।

Manual2 Ad Code

শেয়ার করুন