Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ভোর রাতে সিলেটে যুবক খুন

admin

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫ | ০২:৫৪ অপরাহ্ণ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ | ০২:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
ভোর রাতে সিলেটে যুবক খুন

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাটে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাহেল শাহরিয়ার নামে এক যুবক। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সে বিষয়ে এখনো জানা যায়নি।

Manual3 Ad Code

মঙ্গলবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে গোয়াইনঘাট উপজেলার রাধানগর বাজাররে পাশে এ ঘটনা ঘটে। সাহেল উপজেলার পশ্চিম আলিরগঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

Manual6 Ad Code

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে মোটরসাইকেল যোগে গোয়াইনঘাট থেকে জাফলং এর দিকে যাচ্ছিলেন শাহরিয়ার। উপজেলার রাধানগর বাজারের পাশে দুষ্কৃতিকারীরা তার মোটরসাইকেল আটিকে নগদ অর্থ ও মোটরসাইকেলটি নেয়ে যায়। এ সময় তাকে আঘাত করে রাস্তায় ফেলে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন- খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মরদেহে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। ছিনতাই নাকি পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Manual2 Ad Code

Sharing is caring!

শেয়ার করুন