Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যনগরে ৫০০ কেজি ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২

admin

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪ | ০৫:৪৩ অপরাহ্ণ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ | ০৫:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
মধ্যনগরে ৫০০ কেজি ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২

Manual1 Ad Code

মধ্যনগর সংবাদদাতা:
সুনামগঞ্জের মধ্যনগরে ৫০০ কেজি (১০ বস্তা) ভারতীয় আমদানি নিষিদ্ধ চিনিসহ ২ চোরাকারবারিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। এসময় আমদানী নিষিদ্ধ চিনি বহনকারী ব্যাটারী চালিত তিন চাকা বিশিষ্ট একটি অটোরিক্সাও জব্দ করে থানা পুলিশ।

Manual7 Ad Code

বুধবার (১৭ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে মধ্যনগর থানার একটি চৌকশ পুলিশ টিম উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দোপাঘাট গ্রামের নুরুল হকের বাড়ি থেকে বিশেষ অভিযান চালিয়ে চালান আটক করে। এসময় চোরাচালানের সাথে সম্পৃক্ত ২ জন চোরাকারবারিকে আটক করে থানা পুলিশ।

আটককৃত চোরাকারবারিরা হলেন- পাশ্ববর্তী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলাধীন বড়মারা গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে মো. রইচ মিয়া(৩০) ও মো. নজরুল ইসলামের ছেলে মোঃ কাজল ইসলাম(২০)।

Manual5 Ad Code

জব্দকৃত ৫০০ কেজি চিনির বাজারম‚ল্য ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ হাজার) টাকা।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, গ্রেপ্তারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা রুজু করে শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual4 Ad Code

শেয়ার করুন