Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যরাতে জিন্দাবাজারে হঠাৎ ছাত্রলীগ-যুবলীগে উত্তেজনা, মোটরসাইকেলে আগুন

admin

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪ | ১০:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ মার্চ ২০২৪ | ১০:৫৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
মধ্যরাতে জিন্দাবাজারে হঠাৎ ছাত্রলীগ-যুবলীগে উত্তেজনা, মোটরসাইকেলে আগুন

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
পবিত্র রমজান মাসের মধ্যরাত্রিতে জিন্দাবাজারে হঠাৎ ছাত্রলীগ ও যুবলীগের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার দিবাগত (১৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে জিন্দাবাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

এসময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস টিম এসে আগুন নেভায়।

Manual7 Ad Code

এছাড়া পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Manual8 Ad Code

তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি জানতে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন সিপনকে ফোন দিলে তিনি রিসিভি করেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান- বন্দর বাজার থেকে প্রায় অর্ধশত মোটরসাইকেল নিয়ে মিছিলসহকারে ছাত্রলীগ নেতাকর্মীরা জিন্দাবাজার পয়েন্টে আসে। এসময় কয়েকটি মোটরসাইকেল নিয়ে পশ্চিম জিন্দাবাজারের দিক থেকে যুবলীগের কয়েকজন নেতাকমী আসলে পয়েন্টে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ার উপক্রম হয়। এসময় এক পথচারীর মোটরসাইকল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

Manual5 Ad Code

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম এসে মোটরসাইকেলের আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দুক্ষই মারমুখি অবস্থানে রয়েছে। যে কোনো সময় সংঘর্ষে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

শেয়ার করুন