Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে ট্রাক-ট্রেন সংঘর্ষে নিহত ৪

admin

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩ | ০৪:১০ অপরাহ্ণ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ | ০৪:১০ অপরাহ্ণ

ফলো করুন-
ময়মনসিংহে ট্রাক-ট্রেন সংঘর্ষে নিহত ৪

Manual7 Ad Code

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের শহরতলী শম্ভুগঞ্জের রঘুরামপুর এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে কমিউটার ট্রেন ও বালুবাহী ড্রাম ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

Manual5 Ad Code

সোমবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

Manual1 Ad Code

নিহতদের মধ্যে দুজন ট্রেনের ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে ছিলেন এবং অপর দুজন ড্রাম ট্রাকের চালক ও হেলপার বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনার পর দুই ঘণ্টা ময়মনসিংহ-নেত্রকোনা রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে।

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী কমিউটার ট্রেনটি ময়মনসিংহের শহরতলী শম্ভুগঞ্জ স্টেশনের কাছে রঘুরামপুর পৌঁছলে একটি বালুবোঝাই ড্রাম ট্রাক রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

Manual6 Ad Code

কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, দুপুর দেড়টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার সময় আরও একজন মারা যান।

জিআরপির ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

শেয়ার করুন