Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

admin

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:২১ পূর্বাহ্ণ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:২১ পূর্বাহ্ণ

ফলো করুন-
মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

Manual1 Ad Code

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে মাদক কারবারির ছুরিকাঘাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একজন সদস্য আহত হয়েছেন। তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় মাদকসহ অভিযুক্ত রাজনকে (২৮) আটক করা হয়।

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মনোহরপুর-সন্তোষপুরের মাঝামাঝি বয়ারগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

আহত পুলিশ সদস্য চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল মো. আসাদুল ইসলাম। আটক মাদক কারবারি ঝিনাইদহ সদর উপজেলার পবহাটি গ্রামের শ্রী দিলীপ বিশ্বাসের ছেলে রাজন বিশ্বাস।

Manual6 Ad Code

জানা যায়, রোববার রাতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল জীবননগর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। মনোহরপুর-সন্তোষপুর সড়কে রাজন বিশ্বাসকে মাদকসহ আটক করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে রাজনের কাছে থাকা ধারাল অস্ত্র (ডেগার) দিয়ে পুলিশ সদস্য আসাদুল ইসলামের পেটে পোঁচ দেন।

Manual7 Ad Code

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. এস এম আতাউর রহমান বলেন, আসাদুল ইসলাম নামের একজন ডিবি পুলিশের সদস্য ধারাল অস্ত্রের আঘাতে জখম হয়েছে। সেখানে দুটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়াও রাজন নামের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) ফেরদৌস ওয়াহিদের সরকারি নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানা পুলিশের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, মাদক উদ্ধারের সময় মাদক কারবারির ছুরিকাঘাতে ডিবি পুলিশের একজন সদস্য জখম হয়েছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং মাদক উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন