Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মাদক সেবনের অপরাধে ৩ জনের কারাদণ্ড

admin

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ০১:০০ অপরাহ্ণ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ০১:০০ অপরাহ্ণ

ফলো করুন-
মাদক সেবনের অপরাধে ৩ জনের কারাদণ্ড

Manual2 Ad Code

মাধবপুর প্রতিনিধি:
মাধবপুরে মাদক সেবনের অপরাধে তিন জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাধবপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাহাত বিন কুতুব মঙ্গলবার (২৬’সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

Manual5 Ad Code

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের মৃত মস্তুব আলীর ছেলে মো. কাছম আলী (৬০) একই গ্রামের মৃত. ফুল মিয়ার ছেলে সাউজ মিয়া (৬০) ও জগদীশপুর বেলঘর গ্রামের মৃতঃধলাই মিয়ার ছেলে মোর্শেদ কামাল (৪৬)।

Manual7 Ad Code

জানা যায়, এদিন দুপুরে উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের পেছনে পরিত্যক্ত স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা সেবনরত অবস্থায় ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর আওতায় প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।

Manual8 Ad Code

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত বিন কুতুব জানান, পরিচালিত ভ্রাম্যমান আদালত কে সহযোগীতা করেন জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সদস্যরা। এসময় জব্দকৃত মাদকদ্রব্য ও সেবনের উপকরণ ধ্বংস করা হয়েছে। মাদক নির্মূলে এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন