Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে রাজীব হত্যায় ২৩ জনের মৃত্যুদণ্ড

admin

প্রকাশ: ২১ মার্চ ২০২৩ | ০৬:১৯ অপরাহ্ণ | আপডেট: ২১ মার্চ ২০২৩ | ০৬:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
মাদারীপুরে রাজীব হত্যায় ২৩ জনের মৃত্যুদণ্ড

Manual7 Ad Code

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে রাজীব হত্যা মামলায় ২৩ জনের ফাঁসি ও ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (২১ মার্চ) বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান সিংহ এ তথ্য নিশ্চিত করেন।

Manual4 Ad Code

তিনি বলেন, এ মামলায় মোট ৩৬ জন আসামি ছিলেন। রায় ঘোষণার সময় আদালতে ২২ আসামি উপস্থিত ছিলেন। বিচার চলাকালে তিন আসামি মারা গেছেন। যাবজ্জীবনপ্রাপ্ত ৬ আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে বলেও জানান আইনজীবী।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১ সেপ্টেম্বর সকালে মামা আলী হাওলাদারের নার্সারিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন রাজিব সরদার। পৌর শহরের হরিকুমারিয়া এলাকায় আসলে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা রাজীবকে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজীবকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। কিন্তু ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

Manual5 Ad Code

ঘটনার তিনদিন পর নিহতের মামা আলী হাওলাদার বাদী হয়ে জামাল হাওলাদার, রহিম হাওলাদার, আছাদ হাওলাদারসহ ৪৭ জনকে আসামি করে মাদারীপুর সদর থানায় হত্যা মামলা করেন। পরবর্তীতে সদর থানার তৎকালীন পুলিশের উপ-পরিদর্শক রাজিব হোসেন তদন্তের পর ২০১২ সালের ৩১ ডিসেম্বর ৩৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ জমা দেন। আদালত মামলার তদন্তকারী কর্মকর্তাসহ ৯ জনের স্বাক্ষ্য গ্রহণ করেন। পরে বিচারিক আদালতে যুক্তিতর্ক শেষে উপযুক্ত স্বাক্ষী প্রমাণের ওপর ভিত্তি করে মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন বিচারক।

Manual1 Ad Code

 

শেয়ার করুন