Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মাদ্রাসার ভেতর ছাত্রের লাশ

admin

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪ | ০১:০০ অপরাহ্ণ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ | ০১:০০ অপরাহ্ণ

ফলো করুন-
মাদ্রাসার ভেতর ছাত্রের লাশ

Manual6 Ad Code

কুমিল্লা প্রতিনিধি:
নাঙ্গলকোটে মাদ্রাসার ভেতর রিফাত হোসেন (১৪) নামে এক ছাত্র আত্মহত্যা করেছে। রোববার সন্ধ্যায় উপজেলার বাঙ্গড্ডা ইউপির নোয়াপাড়া গ্রামের তামিরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

রিফাত লাকসাম উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের পৈশাখি গ্রামের সৌদি প্রবাসী রিপন মিয়ার ছেলে।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় মাগরিবের সময় ছাত্র-শিক্ষক সবাই মসজিদে নামাজ আদায় করছিলেন। এসময় রিফাত আবাসিক রুমে গিয়ে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়। পরে শিক্ষকরা মসজিদ থেকে এসে রিফাতকে ঝুলন্ত অবস্থায় দেখলে সেখান থেকে নামিয়ে ডাক্তার ডাক দেন। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রিফাতের বাবা রিপন মিয়া বলেন, রোববার দুপুরে মাদ্রাসার হুজুরের সঙ্গে আমার কথা হয়েছে। হুজুর বলেছেন- বিকালে কল দিলে রিফাতের সঙ্গে কথা বলা যাবে। সন্ধ্যায় মাদ্রাসার হুজুর আমাকে কল দিয়ে বলেন- রিফাত আত্মাহত্যা করেছে।

Manual5 Ad Code

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন