মাধবপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Daily Ajker Sylhet

admin

১৪ অক্টো ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ণ


মাধবপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মাধবপুর সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাসেল মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের আব্দুল লতিফ এর পুত্র।

সোমবার (১৪ অক্টোবর) সকালে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম কিবরিয়া এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী ইউপির কমলপুর গ্রামের আসামীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালত এর মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!