Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে প্রাণ হারালেন সিলেটের তাহির

admin

প্রকাশ: ১৫ মে ২০২৫ | ০৪:০৩ অপরাহ্ণ | আপডেট: ১৫ মে ২০২৫ | ০৪:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে প্রাণ হারালেন সিলেটের তাহির

Manual3 Ad Code

নিউজ ডেস্ক:
মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় ভবন থেকে পড়ে প্রাণ হারিয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামের বান্নীরঘাট এলাকার বাসিন্দা মোহাম্মদ তাহির মিয়া (৩৬)। তিনি সাত বছর ধরে মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটাচ্ছিলেন।

মঙ্গলবার দুপুরে দেশটির কোয়ান্টান পাহাং জেলায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তাহির মিয়া। স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

নিহতের বড় ভাই মো. চাঁন মিয়া মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাহির মিয়া মোবাইল ফোনের মাধ্যমে এক বছর আগে একটি মেয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কাগজপত্র ঠিক করে দেশে ফিরে স্থায়ীভাবে সংসার গড়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল।

Manual2 Ad Code

তাহির মিয়ার মৃত্যুর খবরে পরিবার ও গ্রামে শোক বিরাজ করছে। স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তার মোল্লা জানান, মৃত্যুর খবর শুনে তাহির মিয়ার বৃদ্ধ মা ও পরিবারের সদস্যরা শোকে পাথর হয়ে গেছেন। তারা মরদেহ দেশে ফেরানোর অপেক্ষায় আছেন।

Manual6 Ad Code

শেয়ার করুন