Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মেডিকেলে ভর্তি : পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৩ | ০১:১৪ অপরাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৩ | ০১:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
মেডিকেলে ভর্তি : পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
দেশের সব মেডিকেল কলেজে এমবিবিএস ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ (শুক্রবার)। সকাল ১০টায় রাজধানীর পাঁচটি কেন্দ্রসহ দেশের ১৯টি কেন্দ্রে শুরু হবে এক ঘণ্টার এই পরীক্ষা। এদিকে পরীক্ষা উপলক্ষ্যে প্রশ্নপত্র ও উত্তরপত্র সংক্রান্ত নিয়ম, কেন্দ্রে কী আনা যাবে, কী আনা যাবে না- এসব বিষয়সহ পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

Manual2 Ad Code

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে এতে পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

প্রশ্নপত্র ও উত্তরপত্র সংক্রান্ত নিয়মাবলী:

> পরীক্ষার্থীকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে ও করোনাকালীন স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

> উত্তরপত্রের ওপর মুদ্রিত ১০ (দশ) অঙ্কের সেট কোডটি প্রশ্নপত্রে মুদ্রিত সেট কোডের সঙ্গে না মিললে কিংবা প্রশ্নপত্রে ক্রমানুসারে এক থেকে একশতটি প্রশ্ন না থাকলে উত্তরপ্রশ্নপত্রটি পরিবর্তন করে নিতে হবে।

> কালো কালির বল পেন দিয়ে এমসিকিউ পরীক্ষার উত্তরপত্রের সবকিছু পূরণ করতে হবে। রোল নম্বর ও সিরিয়াল নম্বর নির্দিষ্ট স্থানে ইংরেজিতে লিখে তারপর সংশ্লিষ্ট বৃত্তসমূহ তদানুযায়ী যথাযথভাবে ভরাট করতে হবে। কোনোপ্রকার ঘষামাজা বা কাটাকাটি করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। বৃত্তগুলো এমনভাবে ভরাট করতে হবে যেন ভেতরের লেখাটি দেখা না যায় ।

> উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে প্রবেশপত্র অনুযায়ী স্বাক্ষর প্রদান করতে হবে ও স্পষ্টভাবে নাম লিখতে হবে। অন্যথায় উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। উত্তর প্রদান করার আগে পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের সঙ্গে সংযুক্ত এই উত্তরপত্রটি নিজ দায়িত্বে সাবধানতার সঙ্গে আলাদা করে নিতে হবে।

Manual2 Ad Code

> প্রশ্নপত্রের সঙ্গে দেওয়া উত্তরপত্রে প্রতিটি প্রশ্নের জন্য চারটি উত্তরের বৃত্ত রয়েছে। তার মধ্যে হতে সঠিক উত্তরের বৃত্তটি পরিচ্ছন্নভাবে সম্পূর্ণ ভরাট করে দিতে হবে।

> উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্তসমূহ ভরাট করা ও নির্দেশিত স্থানে যথাযথ তথ্য প্রদান করতে হবে। এতদ্ব্যতিত অন্য কোনো স্থানে কিছু লিখা সম্পূর্ণ নিষিদ্ধ ও লিখনে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

> খসড়ার জন্য প্রশ্নপত্র ব্যবহার করা যাবে। কোনো পৃথক কাগজ ব্যবহার করা যাবে না। প্রশ্নপত্রের কোনো অংশ ছেড়া যাবে না কিংবা কারও সঙ্গে বদল করা যাবে না।

> উত্তরপত্র হল পরিদর্শকের স্বাক্ষর করার সময়ে পরীক্ষার্থীকে প্রশ্নপত্র ও উত্তরপত্র আলাদা করা অবস্থায় রাখতে হবে।

> পরীক্ষার্থীকে সকাল ৯টা ৩০ মিনিটের আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।

Manual5 Ad Code

> হলে প্রবেশের সময় যা সঙ্গে রাখতে হবে- এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি/সমমান পরীক্ষার প্রবেশপত্র /রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি সাথে নিয়ে আসতে হবে

> রিফিল দেখা যায় এমন কালো কালির বলপয়েন্ট কলম নিয়ে আসতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

পরীক্ষার্থী যা নিয়ে পরীক্ষার কেন্দ্রে আসবে:

> হলে প্রবেশের সময় যা সঙ্গে রাখতে হবে- এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এইচএসসি/সমমান পরীক্ষার প্রবেশপত্র/ রেজিট্রেশন কার্ডের মূল কপি সঙ্গে নিয়ে আসতে হবে।

Manual7 Ad Code

> রিফিল দেখা যায় এমন কালো কালির বলপয়েন্ট কলম নিয়ে আসতে হবে

> পরীক্ষার্থীকে সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।

পরীক্ষার্থী যা পরীক্ষার কেন্দ্রে নিয়ে আসতে পারবে না:

> মোবাইল ফোন, কোনো ধরনের ডিজিটাল ডিভাইস, ক্যালকুলেটর, হাত ঘড়ি বা পকেট ঘড়ি নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ।

> সকাল ৯টা ৩০ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

প্রসঙ্গত, এ বছর ১ লাখ ৩৯ হাজার ২১৭টি আবেদন জমা পড়েছে। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট আসন সংখ্যা ১১ হাজার ১২২টি।

 

শেয়ার করুন