Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মেসির ক্লাবে তোলপাড়! মাতাল অবস্থায় অনুশীলনে তারকা ফুটবলার

admin

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩ | ১২:০২ অপরাহ্ণ | আপডেট: ১৪ মার্চ ২০২৩ | ১২:০২ অপরাহ্ণ

ফলো করুন-
মেসির ক্লাবে তোলপাড়! মাতাল অবস্থায় অনুশীলনে তারকা ফুটবলার

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই’তে (পিএসজি) হঠাৎ তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সাংবাদিকের পোস্ট ঘিরে তৈরি হয়েছে তুমুল চাঞ্চল্য। ওই সাংবাদিকের দাবি, বায়ার্ন মিউনিখ ম্যাচের দু’দিন আগে মাতাল অবস্থায় অনুশীলনে এসেছিলেন এক ফুটবলার। কোচ ক্রিস্তফ গ্যালতিয়ে তাকে বুঝিয়েও কিছু করতে পারেননি। এমনকি ওই খেলোয়াড় বায়ার্ন ম্যাচের প্রথম একাদশেও খেলেছেন। এরপরই জল্পনা তৈরি হয়েছে সেই অভিযোগকে ঘিরে।

বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে পিএসজি। দু’টি পর্বেই হেরেছে তারা। গত বুধবার খেলা ছিল বায়ার্নের ঘরের মাঠে। তার দু’দিন আগে, অর্থাৎ গত সোমবার এক তারকা ফুটবলার অনুশীলনে হাজির হয়েছিলেন মাতাল অবস্থায়। তিনি বেশ কিছুক্ষণ অনুশীলনও করেন। পরে কোচ তাকে বাড়ি পাঠান। সেই ফুটবলারের নাম অবশ্য প্রকাশ করা হয়নি।

Manual4 Ad Code

রোমেন মোলিনা নামে এক সাংবাদিক ভিডিও প্রকাশ করে বলেন, যদি ক্লাবের মালিক জানতেন যে ভেতরে কী চলছে, তা হলে কী হতো কে জানে। অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে (বায়ার্নের মাঠ) প্রথম একাদশে থাকা এক ফুটবলার সোমবার সকালে মাতাল অবস্থায় অনুশীলনে হাজির হয়েছিল।

Manual6 Ad Code

কোচের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। ওই ঘটনার পরেও সেই ফুটবলারকে প্রথম একাদশে রেখেছিলেন তিনি। মোলিনার দাবি, শুক্রবার বিকেলে ও শনিবার সকালেও তাকে পার্টি করতে দেখা গেছে।

স্বাভাবিকভাবেই জল্পনা বেঁধেছে, কে ওই ফুটবলার। নাম প্রকাশ না করা হলেও বিভিন্ন সূত্রে যা খবর, তাতে সেই ফুটবলার বড় মাপেরই।

Manual3 Ad Code

শেয়ার করুন