Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ডাকাতি হওয়ায় স্বর্ণ-টাকা উদ্ধার : গ্রেফতার ৭

admin

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫ | ০৩:০৩ অপরাহ্ণ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ | ০৩:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজারে ডাকাতি হওয়ায় স্বর্ণ-টাকা উদ্ধার : গ্রেফতার ৭

Manual4 Ad Code

মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারে ডাকাতি হওয়া স্বর্ণ, টাকাসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জামসহ অস্ত্র ও গুলি জব্দ করা হয়।

Manual1 Ad Code

শেরপুরসহ বিভিন্নস্থানে ডাকাতির ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানার মামলার প্রেক্ষিতে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং এ এই তথ্য জানানো হয়।

Manual7 Ad Code

প্রেস ব্রিফিং এ জানানো হয়, গত ৩ ফেব্রুয়ারী রাতে একদল ডাকাত মৌলভীবাজারের শেরপুর ঈদগাহ রোড আবাসিক এলাকায় এমদাদ মোহাম্মদ সিরাজের বসতঘরের গেইটের তালা কেটে ঘরে ঢুকে পড়ে। ডাকাতদল ২৩ ভরি স্বর্ণালংকার মূল্য অনুমান ২৩ লাখ এবং নগদ ৬ লাখ ৯ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে পুলিশ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা এলাকা এবং সিলেট জেলার ওসমানীনগর এবং দক্ষিন সুরমা থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

Manual6 Ad Code

গ্রেফতারকৃতরা হলো, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার কামরাখাইর গ্রামের ময়না মিয়ার ছেলে মো. রায়হান মিয়া (২৫), সিলেট জেলার বিশ্বনাথ থানার নওধার পূর্বপাড়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে আক্কুল মিয়া ওরফে আকুল (৩৪), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার পারকুল গ্রামের সঞ্জব উল্লাহর ছেলে মো. আফাজ মিয়া (৪৯), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার কামরাখাইর গ্রামের মৃত সুজাত মিয়ার ছেলে মো. মনর মিয়া (৫৫), অশোক কুমার দে (৪০), সিলেট জেলার ওসমানীনগর থানার মোবারকপুর গ্রামের মৃত নূর মিয়ার ছেলে তোফায়েল আহমদ তোফা (৩৬) এবং দিনেশ কর্মকার (৬৫)।

Manual1 Ad Code

এসময় গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্যমতে বিভিন্ন স্থান থেকে ২ টি পাইপগান, ৬ রাউন্ড কার্তুজ, ১ টি হাইড্রোলিক কাটার, ১ টি তালা ভাঙার শাবল, ডাকাতির সময় ব্যবহৃত মুখোশ, স্বর্ণাংলংকার ৪ ভরি ৭ আনা, ৮ লাখ ৬ হাজার ৯৮২ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার এবং একটি মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত আছে।

শেয়ার করুন