মৌলভীবাজারে ফেসবুকে পোস্টের জেরে বিবাদ, মারধরে তরুণের মৃত্যু

Daily Ajker Sylhet

admin

০৮ নভে ২০২৩, ০৪:২২ অপরাহ্ণ


মৌলভীবাজারে ফেসবুকে পোস্টের জেরে বিবাদ, মারধরে তরুণের মৃত্যু

মৌলভীবাজার প্রতিবেদক:
মৌলভীবাজার শহরতলীতে মারধরে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রেজাউল করিম নাঈম। নাঈম এ বছর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনিঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম পাহাড় বর্ষিজোড়া এলাকার চেরাগ মিয়ার ছেলে। এ ঘটনায় সোহান নামের একজন ৎকে আটক করছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার বিকেলে ফেসবুকে লেখালেখি নিয়ে নাঈমের সাথে পাশের বাড়ির রনির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রনি তার বাবা নুরুল মিয়াসহ কয়েকজন মিলে রেজাউলকে ধরে নিয়ে যায়। সেখানে কয়েকজন মিলে তাকে মারধর ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

খবর পেয়ে নাঈমের বাবা-মা রনির ঘর থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

Sharing is caring!