Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

যুবদল সভাপতিসহ ১০ জন গ্রেপ্তার

admin

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩ | ০২:১৯ অপরাহ্ণ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ০২:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
যুবদল সভাপতিসহ ১০ জন গ্রেপ্তার

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে জেলা যুবদলের সভাপতি সহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে অবরোধ কর্মসূচি বাস্তবায়নে সময় পুরাতন বাসস্টেশনের দলীয় কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত হলেন, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো. শওকত, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা ইকবাল হোসেন, যুবদল নেতা তৌহিদ চৌধুরী, ইজাজুল হক চৌধুরী, শামছুল হক, সাকিব মুন খোকন, তাহিরপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবুল হাসান রাসেল, বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ও বিএনপি নেতা হেনু মিয়া।

Manual7 Ad Code

সুনামগঞ্জ সদর থানার ওসি ইখিতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নাশকতার পরিকল্পনা করার সময় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। এরা সকলেই সোমবার সকালে পুলিশের দায়ের করা নাশকতার মামলার আসামী।

Manual3 Ad Code

সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন বলেছেন, দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থানের সময় পুলিশ বিএনপির ১০ গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেপ্তার করেছে। পুলিশের অন্যায় আচরণ সহ্যের সীমা অতিক্রম করেছে।

Manual1 Ad Code

শেয়ার করুন