Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাতে বাড়ি থেকে বের হয়ে সকালে লাশ

admin

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩ | ১১:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ | ১১:৪৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
রাতে বাড়ি থেকে বের হয়ে সকালে লাশ

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় উসমান মিয়া (৫৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের আমুলি পুঞ্জির নিচের একটি টিলা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। উসমান ওই ইউনিয়নের নুনা টিলাবাড়ির মৃত হায়দার আলীর ছেলে।

Manual7 Ad Code

বিষয়টি রবিবার রাতে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক। তিনি বলেন, দিনমজুর উসমান মিয়া শনিবার রাতে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে তিনি আর বাড়িতে ফিরেননি।

Manual4 Ad Code

রবিবার দুপুরের দিকে আমুলি পুঞ্জির নিচের একটি টিলায় স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উসমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

Manual7 Ad Code

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করে যাচ্ছে- উসমানকে হত্যা করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

শেয়ার করুন