রাবি ভর্তি পরীক্ষায় এবার সুযোগ থাকছে দ্বিতীয় বারের

Daily Ajker Sylhet

admin

১২ ডিসে ২০২৩, ১২:৫৪ অপরাহ্ণ


রাবি ভর্তি পরীক্ষায় এবার সুযোগ থাকছে দ্বিতীয় বারের

স্টাফ রিপোর্টার:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৫ মার্চ। তিনটি ইউনিটের পরীক্ষা চলবে ৭ মার্চ পর্যন্ত। গতকাল সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫, ৬ ও ৭ মার্চ। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে আগামী ৮ থেকে ১৭ জানুয়ারি প্রাথমিক আবেদনপত্র জমা দেওয়া যাবে। গত বছরের ন্যায় এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকছে দ্বিতীয় বার ভর্তির সুযোগ। ভর্তিসংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

Sharing is caring!