রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে ফের যুবকের মৃত্যু

Daily Ajker Sylhet

admin

০২ এপ্রি ২০২৩, ০২:০৭ অপরাহ্ণ


রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে ফের যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র দুর্বৃত্তরা বাড়ি থেকে ধরে নিয়ে ফের এক যুবককে গুলি করে ও গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েষ্ট ব্লকে এঘটনা ঘটে।

নিহত হাফেজ সৈয়দ আলম(২৮) উখিয়ার ক্যাম্প-৮ ওয়েষ্ট ব্লক এ/৫০ এর নুর ইসলামের ছেলে।

নিহত স্বজনদের বরাতে উখিয়ার থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, রাত সাড়ে ৩টার দিকে সাহারি খাওয়ার সময় ৮-১০ জনের একটি সশস্ত্র দল হাফেজ সৈয়দ আলমকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। হাফেজ সৈয়দ আলম ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড বিরোধী প্রচারণা করতো।

ওসি জানান, এঘটনার পর ক্যাম্পের দায়িত্বরত এপিবিএনের সহায়তায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিজ দেশে ফিরতে হলে ক্যাম্পে অপরাধমূলক কার্যক্রম বন্ধ করা প্রয়োজন বলে জনমত তৈরিতে কাজ করায় তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন স্থানীয়রা।

গত বুধবার (২৯ মার্চ) দুর্বৃত্তদলের গোলাগুলিতে এক বৃদ্ধ খুন ও এক শিশু গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

 

Sharing is caring!