Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ সাংবাদিক তুরাব নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে গেছে: বিয়ানীবাজারে বিভাগীয় কমিশনার

admin

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫ | ০৪:৪২ অপরাহ্ণ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ | ০৪:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
শহীদ সাংবাদিক তুরাব নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে গেছে: বিয়ানীবাজারে বিভাগীয় কমিশনার

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
জুলাই আন্দালনে নিহত শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাব নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। পদলেহন সাংবাদিকতার বিরুদ্ধে তার অবস্থান ছিল অনন্য। জুলাই আন্দোলনে নিরস্ত্র মানুষের উপর বর্বরোচিত হামলা ও গুলিবর্ষণের যে অভিযোগ ওঠছে, তা তুরাবের কথা স্মরণ করলে প্রমাণিত হয়ে যায়। কথাগুলো বলেছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবী।

Manual5 Ad Code

বিয়ানীবাজার উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে রবিবার দুপুরে স্থানীয় পৌরসভার হলরুমে শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাব স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিভাগীয় কমিশনার আরোও বলেন, ফ্যাসিজম বিরোধী আন্দোলন আমাদের নতুন পথের নির্দেশনা দিয়েছে। এটা ধরে রাখতে হবে। নতুন করে কেউ যাতে এই পন্থা ফিরিয়ে আনতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ফ্যাসিজমের সুবিধা নিয়ে সকল পেশাজীবি সংগঠন অন্যায়কে প্রশ্রয় দিয়েছে। বিগত দিনে অন্যায়কে প্রশ্রয় দেয়ার প্রবণতা ফ্যাসিজমকে গতি এনে দিয়েছে। তবে অন্যায়ের বিরুদ্ধে সকলকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। যেখানে অনিয়ম-দূর্র্নীতি, চাঁদাবাজি সেখানে প্রতিবাদ করতে হবে।

খান মো. রেজাউন নবী আরোও বলেন, বর্তমান সরকার কোন অনিয়মকে প্রশ্রয় দিচ্ছেনা। রাতের ভোটের কুশিলব ও অতি উৎসাহী প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এ থেকে প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক হওয়া উচিত। বিয়ানীবাজার উপজেলা নাগরিক কমিটির সভাপতি মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবীবুর রহমান, দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নুর, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না, অফিসার ইনচার্জ আশরাফ উজ্জামান।

দি বিয়ানীবাজার এডুকেশন সোসাইটির সেক্রেটারী কাজী আবুল কাশেম চৌধুরী ও তানভির এলাহী মজুমদারের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, বিয়ানীবাজার গণ অধিকার ফোরামের আহবায়ক মোস্তফা উদ্দিন, জামায়াতে ইসলামীর পৌর আমীর কাজী জমির হোসাইন, ইউপি চেয়ারম্যান দেলোওয়ার হোসেন, চেয়ারম্যান ফরিদ আল মামুন, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার, শহীদ সাংবাদিক তুরাবের ভাই আবু জাফর মো. জাবুর, জালালাবাদ পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি তোফায়েল আহমদ।

Manual7 Ad Code

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির ইকু, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক শিক্ষক সাব্বির আহমদ খান, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, সংগ্রাম প্রতিনিধি আব্দুল হামিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশিকুর রহমান হেলাল, সেক্রেটারী সেলিম উদ্দিন প্রমুখ।

Manual4 Ad Code

এদিকে আলোচনা সভার পূবে পৌরশহরের উত্তর বাজারে শহীদ সাংবাদিক তুরাব চত্ত¡র উদ্বোধন ও তাঁর কবর জিয়ারত করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবী।

গত বছরের ১৯শে জুলাই সিলেট নগরীর বন্দর বাজারে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মো. তুরাব। তাঁর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামে। তিনি বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি মাস্টার আব্দুর রহীমের ছেলে।

Manual8 Ad Code

শেয়ার করুন