Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শাড়ী থেকে বিড়ি সবই ছিল সেই ২ কোটি টাকার চালানে

admin

প্রকাশ: ১২ জুলাই ২০২৫ | ১২:১৬ অপরাহ্ণ | আপডেট: ১২ জুলাই ২০২৫ | ১২:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
শাড়ী থেকে বিড়ি সবই ছিল সেই ২ কোটি টাকার চালানে

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকায় ফের বড় অভিযান চালিয়েছে বিজিবি। ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির টহল দল অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। জব্দকৃত পণ্যের মধ্যে শাড়ী, বিড়ি, গরু ও মহিষসহ বিভিন্ন ধরণের পণ্য ও পশু ছিল।

Manual5 Ad Code

শুক্রবার ও আগের দিন বৃহস্পতিবার সিলেট ও সুনামগঞ্জের সোনালীচেলা, কালাসাদেক, সোনারহাট, প্রতাপপুর বিছনাকান্দি ও উৎমা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান চালান। এছাড়া সিলেট সিলেট শহরে যৌথ অভিযান চালিয়ে কয়েকটি গুদাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় সুপারি জব্দ করা হয়।

Manual7 Ad Code

বিজিবি জানায় জব্দকৃত পশু ও পণ্যের মধ্যে ছিল ভারতীয় শাড়ী, সানগ্লাস, সুপারি, জিরা, বিড়ি, চিনি, সাবান, নবরত্ন তেল, গরু ও মহিষ। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৬শ’ টাকা।

Manual5 Ad Code

৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

শেয়ার করুন