Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

admin

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ | ১২:২৭ অপরাহ্ণ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ | ১২:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগ নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা প্রস্তুত আছি। তারাও অশান্তি সৃষ্টিতে প্রস্তুত আছেন। তারা নির্বাচন ঠেকাতে প্রস্তুত, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে প্রস্তুত। অশান্তি সৃষ্টি করা হলে তাদের রুখে দিতে আমরা প্রস্তুত। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কারও স্বার্থের বশীভূত হয়ে নির্বাচন হবে না।’

Manual7 Ad Code

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, ‘ডিসেম্বরের পরে তো দেখলাম। তারপরে নাকি খালেদা জিয়ার কথায় চলবে দেশ। এরপর পদযাত্রা। পদযাত্রা তো নয়, পশ্চাৎ যাত্রা। পদযাত্রার পরে শুনছি, লংমার্চ।’

Manual2 Ad Code

বিএনপির হাই কমান্ড নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলন করতে হলে তো জনগণকে লাগে। যা করেছেন, তা তো আপনাদের নেতাকর্মী দিয়ে করেছেন।’

শেয়ার করুন